blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

চিটাগাইঙ্গা এক পোলা

অনেকদিন পর আবার কলম ধরলাম নিজের কথা লিখব বলে। যখন আর কোন কিছু ভাল লাগেনা তখন আমি কলম ধরি নিজের কথা লিখতে। নিজেকে ভূলিয়ে রাখতে চাই জীবনের অব্যক্ত ইতিহাস আওড়ে। আজ আমি বলব চিটাগাইঙ্গা এক পোলার গল্প।

প্রথম মেসেজঃ প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর ফেসবুকে ঢোকা আমার নেশা হয়ে গেছে। নোটিফিকেশান আর মেসেজ চেক করি টয়লেট আর দাঁত ব্রাশ করার মাঝে। সেদিন একটা মেসেজ পেলাম, অনুপম তোমার বায়োডাটা অসম্ভব সুন্দর ( আমি নিজেও জানি আমার বায়োডাটা টা ইউনিক। অনেকেই কপি পেস্ট মেরে নিজের করে নিয়েছে। তবে সব থেকে মজার ব্যাপার হল, তারা আমার বয়স, উচ্চতা পর্যন্ত কপি করেছে।) আমি নিয়মিত তোমার স্ট্যাটাসগুলো পড়ি। (আমি মনে করার চেষ্টা করলাম আমার স্ট্যাটাসগুলোতে এই পোলার কোন কমেন্টস দেখেছি কিনা। নাহ।) আমার খুব ভাল লাগে। আমি তোমার ভাল বন্ধু হতে চাই।

এরকম মদন মার্কা মেসেজ আমি মাঝে মাঝে পাই। আজকেও একটা পেলাম।  তাই পাত্তা দিলাম না। আসলে বলে কয়ে কখনো বন্ধুত্ব হয়না এই বেসিক জিনিসটা মদনগুলো কেন বোঝেনা সেটা আমি নিজেই বুঝিনা। ভদ্রতা করে মদনটাকে লিখে পাঠালাম, অবশ্যই আমরা ভাল বন্ধু হতে পারি।

মন্তব্য বন্যাঃ এর পরের ঘটনা খুবই সাধারণ। আমাদের মেসেজ আদান-প্রদান চলতে থাকলো। আমি স্ট্যাটাস দিলে সেখানে তার সরব উপস্থিতি। আমার স্ট্রেইট ফরোয়ার্ড কথাবার্তা আর ওপেন মাইন্ডেড মেন্টালিটি নিয়ে মূহূর্মূহু প্রশংসা পেতে লাগলাম। এটা আমার ফেসবুক জীবনে খুব সাধারণ একটা ঘটনা। আমার ফ্রেন্ডলিস্টে এরকম অনেক গুলো বন্ধু এখনো আছে। প্রতিদিন সকালে এসে যাদের মন্তব্য আমি প্রত্যশা করতাম। ঝগড়াঝাটি কথা কাটাকাটি সব হত কমেন্টস বক্সে। তাদের অঙ্কেই এখনো আমার ভালো বন্ধু। কিন্তু তাদের মন্তব্য আর পাই না। হয়তো তারা ব্যস্ত থাকে অন্য কারো স্ট্যাটাসে। এটাই জীবনের নিয়ম। এক জিনিস মানুষের খুব বেশীদিন ভাল লাগে না।

ফোনালাপঃ ফেসবুক ব্যবহার করি ২০০৭ থেকে। ফোন নাম্বার নিয়ে মাঝে মাঝে বিড়ম্বণার শিকার হতে হয়। সেজন্য আমি আলাদা একটা নাম্বার নিয়েছি শুধুমাত্র ফেসবুক বন্ধুদের জন্য। তাই কেউ চাইলেই আমি নাম্বার শেয়ার করি। নাম্বার শেয়ার করা নিয়ে ন্যাকামো করা আমার একদম পছন্দ নয়। ছবি শেয়ার করার ব্যাপারে ব্যাপারটা সম্পূর্ণ উলটো।

তার সাথে ফোনে কথা হতে থাকলো। সে আমার ভয়েসের ভূয়সী প্রশংসা করতে লাগলো। আমি মনে মনে চরম বিরক্ত হলাম। আসলে আমার ভয়েজ টোন কিছুটা চিকন। সেজন্য আমাকে সারাজীবন হাফ লেডিস, হিজড়া এই ধরণের উপহাস শুনতে হয়েছে। ইদানিং কোন ব্যাপারে বিরক্ত হলে আমি সরাসরি বলি যে আমার বিরক্ত লাগছে, আমি এই ব্যাপারে কথা শুনতে আগ্রহী নই। আগে বলতে পারতাম না।

প্রেমপ্রস্তাবঃ প্রেমের প্রস্তাব পাবো আমি এই ব্যাপারে শিওর ছিলাম। মাস না পেরুতেই পেয়ে গেলাম। অনেক তো দেখলাম ভাই। কিভাবে ফেসবুক ভালবাসায় আস্থা রাখি বলো! ঠিক ফিরিয়ে দিলাম না। আমার সেই তথাকথিত মুখস্থ ডায়ালগ টা মারলাম, দেখ ফ্রেন্ডস, আমি আসলে প্রেম ট্রেম বিশ্বাস করি না। আমি বন্ধুত্বে বিশ্বাসী। আমি ফেসবুকে আসি বন্ধুত্ব করার জন্য, ভালবাসার মানুষ খোঁজার জন্য।

এই কথাগুলো অন্য মানুষ কতটা বিশ্বাস করে জানিনা। কিন্তু আমি নিজে খুব একটা বিশ্বাস করি না। তবে একথা সত্য আমি এখন সেক্সের জন্য ফেসবুক  ব্যাবহার করিনা। ফেসবুক আমার কাছে ফাকবুক নয়। আমি ফেসবুক ব্যবহার করি কারণ এটা অনেকটা নেশার মত হয়ে গেছে। ফেসবুকে না আসলে ভালো লাগেনা। টাইম পাস এখন আমাকেই পাস করে।

দীর্ঘ বিরতিঃ তারপরের ঘটনা আরো সিম্পল। আমার স্ট্যাটাস, ফ্রেন্ডলিস্ট থেকে সে যেন হারিয়ে গেলো। তার কথা আমিও ভূলে গেলাম। খুব একটা মনে রাখার মত কেউ সে নয়। তারপরও মাঝে মাঝে পাম্প দেয়া কথা গুলো মনে পড়ে। পাম্পে কে ফোঁলেনা বলো! হাসিনা-খালেদারা পর্যন্ত পাম্প লাইক করে। আর আমিতো কোন ছার।

সশরীরে সাক্ষাতঃ সেপ্টেম্বর মাসের কোন একদিন সকালে চট্টগ্রামের বাসে চেপে বসলাম। পথে আমি স্ট্যাটাস দেওয়া শুরু করলাম এটা ক্রস করছি, সীতাকুণ্ডের পাহাড় আমাকে হাতছানি দিয়ে ডাকছে ইত্যাদি। রাস্তায় বেরুলে স্ট্যাটাস মারা আমার বহু পুরোনো রোগ। অনেকে বলে এভাবে আমি পার্টনার খুঁজি। এভাবে কেন পার্টনার খুঁজবো আমি বুঝিনা। যাদের খুজতে হবে তারা এমনিতেই তো আমার ফ্রেন্ডলিস্টে আছে। আজব মানুষের মেন্টালিটি। ভেবেছিলাম রঞ্জু, গিয়াস, মিল্টন, বাপ্পী, সঞ্জয় এদের কেই না কেই আমাকে ফোন করবে। কিন্তু কেউ করলো না। এটাই হলো ফেসবুক বন্ধুত্ব আর বাস্তব জীবনের বন্ধুত্বের পার্থক্য। তুমি তাদের যেভাবে ফিল করছো তারা তোমাকে সেভাবে ফিল করে না।

আমাকে ফোন করলো দুজন। পদ্মা নদীর মাঝি আর সেই ছেলেটা। তারা দুজনেই দেখা করতে চায়। কিন্তু আমার হাতে সময় ছিলো না। সন্ধায় ফিরতে হবে। আমি ছিলাম জিইসি মোড়ে। পদ্মা নদীর মাঝি চাচ্ছিলো আমি তার সাথে আন্দরকিল্লায় গিয়ে দেখা করে আসি, আর সেই মদন চাচ্ছিলো মিনি বাংলাদেশের সামনে যাই। আমি দুজনকেই জিইসি মোড়ে আসার প্রস্তাব দিলাম। পদ্ম নদীর মাঝি আসতে রাজী হলো না। আমারও যাওয়ার সময় ছিলো না। সে বিরক্ত হয়ে আমাকে উলটা পালটা কিছু অপ্রিয় কথা শুনিয়ে দিলো।
একজন বয়স্ক মানুষের কাছে এধরণের ছেলে মানুষি আশা করা যায় না। আমি তাকে অবলীলায় ব্লক করে দিলাম। তাকে ব্লক করার পেছনে অন্য কারণ ছিলো। সে কথা পরে একদিন লিখবো। যাই হোক, কলিগদের সাথে চিটাগং এসেছি। তাদের সামনে কারো সাথে মিট করার সাহস পাচ্ছিলাম না। তবু রাজী হলাম। এমনিতেই হাতে সময় নেই। তারপরো সেই ছেলেটা এক ঘন্টা লেট করে এলো। হাই হ্যালো হলো। কিছুটা নার্ভাস লুক। বুঝলাম না কেন।

মাঝারী হাইটের, গোলগাল চেহারা। গায়ের রংটা কালোর দিকে পড়ে। ঘন্টা খানেক সময় হাতে আছে। রিক্সা নিলাম। কারো সাথে দেখা হলে তার জীবনের কষ্টের গল্পগুলো শুনতে হয়। না চাইলেও শুনতে হয়। তাই আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। কিন্তু মদনটা কোন কষ্টের গল্প শুরু করলো না। সে শোনালো তার জীবনের প্রেমের গল্প। একজনের সাথে তার লাভ এফেয়ার চলছে সেই গল্প। এরপর আমার দিকে চাইলো। আমার সেই বিখ্যাত ছবিটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছে। দেখেশুনে বলল, আমার বিশ্বাস হয় না ওটা তোমার ছবি। আমি বললাম, তোমার বিশ্বাস তোমার কাছে, ওটা নিয়ে আমার মাথা ব্যাথা নাই। তুমি কি মনে করো ১৭ বছরের ছবির সাথে ২৬ বছরের এই আমির মিল থাকবে। সে বলে কিন্তু তাই বলে এতটা চেঞ্জ কিভাবে হয়!

আমি তাকে ২০১০ সালে তোলা কিছু ছবি দেখালাম। এগুলো কি আমার ছবি বলে মনে হয়। সে বলে, খুব একটা মিল নেই। আমি বললাম, চেহারা চেঞ্জ হলে আমার কি করার আছে বলো। দুই বছর আগের ছবির সাথে মিল খুঁজে পাচ্ছো না। তাহলে ১০ বছর আগের ছবির সাথে মিল খুঁজে পাবে কিভাবে। নিশ্চয় আমার চেহারায় এখন কচি ভাব খুঁজে ফেরা বাহুল্য।

শেষঃ আর লিখতে ইচ্ছে করছে না। শেষ করি। ফিরে আসার পরদিন সে আমার স্ট্যাটাস ওয়ালে ভূয়া, ফ্রড, অন্যের ছবি চোর ইত্যাদি লিখে ভরে ফেললো। আমি রিমুভ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। আমি একমাত্র বাবা মা তুলে স্লাং না দিলে কাউকে ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করি না।  তাকে মেসেজ এ লিখলাম, এগুলো বাদ দাও। নিজের পথে চলো, আমাকে রিমুভ করে দাও। ব্যাস।  সে কিছু অপ্রিয় উত্তর পাঠালো। আমার মেজাজ তো গরমই থাকে। আরো গরম হয়ে গেলো। সে স্ল্যাং লিখে পাঠালো। আমি হুমকি দিলাম, এরকম করলে তোমার ফটো ফেসবুকে আপলোড করে দেবো। সে পালটা হুমকি দিলো আমার ফটো আপলোড করে দেবে। আমি লিখলাম যোগ্যতা থাকলে দাও।

এবার সে নরম হলো, স্যরি বললো। লিখল, আমি জানি তুমি খুব ভালো ছেলে। তুমি কখনোই এটা করবে না। প্লিজ আমার ছবিগুলো ডিলিট করে দাও। আমিতো তোমার কোন ক্ষতি করিনি। আমি খুশী হয়ে তাকে ব্লক করে দিলাম।

পূনশ্চঃ ফেসবুকে আজো সে আমার ব্লকলিস্টে। ফেসবুকে তো যোগাযোগ করতে পারেনা।  আমার যে পেজটা আছে ওখানে সে একটা মেসেজ পাঠিয়েছে মাস খানেক পরে, অনুপম, তোমার স্ট্যাটাস ছাড়া আমার ওয়াল খাঁ খাঁ করে, প্লিজ আমাকে আন-ব্লক করো।

দুষ্টু গরুর চেয়ে শুন্য গোঁয়াল অনেক ভালো। আমি তার মেসেজের উত্তর দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি কখনো।



রাতুলের কথা

রাতুলের সাথে আমার প্রথম দেখা হয় রাজলক্ষী মোড়ের বামপাশের মার্কেটটার সামনে। ২০১১ সালের জুন মাস। পড়াশুনার পাঠ চুকিয়ে ঢাকা এসেছি চাকুরীর সন্ধানে। উঠেছি উত্তরা সেকশান তিনে বন্ধুর মেসে। উত্তরা আমার বেশ পছন্দ হয়ে গেল। সাজানো গোছানো পরিচ্ছন্ন। নিজের মাথা গোঁজার জন্য মেস খোঁজা আর চাকুরি খোঁজা দুটোই চলতে থাকলো। ফেসবুকে আমার মনের গোপন বাসনা পাখা মেলে। বিশ্ববিদ্যালয় জীবনে আমি অনেকটা খোলসের ভিতরে লুকিয়ে কাটিয়েছি কচ্ছপের মত। অজানাকে আমার অনেক ভয়। এখন একটু সাহস বাড়ছে। ভাবলাম দেখা করি সবার সাথে।

মধ্যজুনের এক সন্ধ্যায় রাতুল আমাকে ফোন করে। “কিরে, ঢাকা আসছিস, আমার সাথে দেখা করবি না?”
-     দেখা করতেই চাই।
-     কবে দেখা করবি।
-     আমি তো সবসময় ফ্রি আছি। তুই বল।
-     আগামীকাল বিকেলে?
-     সমস্যা নাই। কোথায়?
-     সেকশানে পাঁচে আয়।
-     সেকশান পাঁচ চিনিনা। বুঝিস তো এখনো নতুন।
-     সমস্যা নাই । কোন জায়গা চিনিস?
-     রাজলক্ষীর মোড়।
-     ওকে আমি চলে আসব।

পরদিন সন্ধ্যার কিছু আগে আমাকে ফোন দিলো রাতুল। বিবর্ন রাতুল। দেখা হলো। হ্যান্ডশেক হলো। চা খেলাম। রাতুলের ব্যবহার আন্তরিক। চেহারাটা সাধারণ। হৃষ্টপুষ্ট স্বাস্থ্য। গাত্রবর্ণ শ্যামলা। রাতুল বলল, চল ফ্রেন্ডস ক্লাবের মাঠে গিয়ে বসি। আমি রাজি হলাম।

অন্ধকার রাতের চাদরে ঢাকা পড়েছে মাঠ। ঘাসের উপর বসলাম দুজন। অনেক কথা হলো। বেশিরভাগ কথা রাতুলই বলেছিলো। সব কথা আজ মনে নেই। আমি নতুন পরিচয়ে সাধারনতঃ কথা কম বলি। যদিও এখন এই সমস্যাটা আমি অনেক কাটিয়ে উঠতে পেরেছি।  রাতুলের দুইটি কথা আমার এখন মনে পড়ছে।  সে তার রোল বলেছিলো মেইনলি টপ কিন্তু হ্যান্ডসাম ম্যানলি কাউকে পেলে সে বটম রোল প্লে করে। আরেকটি কথা বলেছিলো মাঠে এসে ব্যায়ামরত পঁয়ত্রিশোর্ধ এক ব্যক্তিকে দেখিয়ে যে লোকটা বটম। আমি বলেছিলাম লোকটা বটম তাতে আমাদের কি। রাতুল আমার কথা শুনে অনেক হেসেছিলো। আমি তখন বুঝিনি। পরে বুঝেছিলাম। সে মূলত আমার প্রিফারেন্স বের করতে চেষ্টা করছিলো। যাই হোক আধা ঘন্টা আড্ডা দেয়ার পর সে চলে যায়। অন্যরকম এক ভালোলাগা আমাকে আচ্ছন্ন করে। এই প্রথম কোনরকম কামনা বাসনা ছাড়াই আমি কারো সাথে দেখা করলাম। রাতুলের ব্যবহার অনেক ফ্রেন্ডলি ছিলো। সে ক্লাস মেইনটেইন করতে জানত। আর সুন্দরের প্রতি ছিলো তার অদম্য আকর্ষণ।

রাতুলের সাথে দ্বিতীয়বার দেখা হয় একটি মার্কেটে। আমাকে একবার অবশ্য ও গ্রুপ সেক্সের প্রস্তাব দিয়েছিলো। আমি যাওয়ার হিম্মত করে উঠতে পারি নাই। নিজেকে লুকিয়ে রাখতে রাখতে এক ধরণের মানসিক বাঁধা তৈরী হয়েছে আমার। আমি নিজেকে কারো সামনে প্রত্যক্ষভাবে উন্মুক্ত করতে পারিনা।

২০১৩ সাল। দুই বছর পেরিয়ে গেলো। রাতুলের সাথে আর দেখা হয় নাই। ফেসবুকে যোগাযোগ হত। একদিন শুনলাম রাতুল সুইসাইড করেছে। খবরটা সত্য বলে মানতে ইচ্ছে করছিলো না। গুজব হলেই খুশী হতাম। একদা রোহানের সাথে রাতুলের অনেক সখ্য দেখতাম ফেসবুকে। আমি তার ওয়াল চেক করে দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম। অজানা কোন কারণে রাতুল নিজেকে শেষ করে দিয়েছে। এরকমটি না হলেই ভালো হত। রাতুলেরা কেন হারিয়ে যায়। সামান্য যেটুকু স্মৃতি আছে সেটুকুই আমাকে ভারাক্রান্ত করে ফেলে মাঝে মাঝে। মিস করি প্রথম মিট করা মানুষটিকে।

যেখানে আছিস , ভালো থাকিস রাতুল।






স্বপ্ন ভেঙে যায়

এক দিন এক শীতের বিকেলে
তোমার গালের ছোট্ট তিলে
কাঁপন জাগায় আমার দিলে।

অপলকে চেয়ে থাকি
ভাবনায় ছবি আঁকি
তুমি আমি দুটি পাখি।

ভাসছি সুখ সায়রে
দুজনার বাহুডোরে
জড়িয়ে ধরেছি জোরে।

স্বপ্ন ভেঙে যায়
নতুন কিছু নয়
বারবার এই হয়।

আবার নতুন কাউকে দেখে
চোখ দিয়ে নেই চেখে
কল্পনার মসলা মেখে।

তরুন, তুমি আছো দূরে
মন আমার ভবঘুরে
চায় যে শুধু তোরে।

 -----------------------------------------------------------------------------------------------------



ডাক্তারের চেম্বারে

সৌম্য, আমাদের খুইল্লের ছেলে। আইয়ে ক্লাসে পড়ে। টেনেটুনে প্রতিবছর পাশ করে যায়। ইংরেজী সে ভালোই বোঝে। কিন্তু ইশকুলের ছারেরা সবাই তারে গাঁধা বলে। ইংরেজীর ই ও নাকি তার পেটে নাই। কয়েক সপ্তাহ ধরে তার পেটের অবস্থা ভালো না। বয়রা মোড়ের ইসলামী হাসপাতালে বিদেশী ডাক্তার আসে। তার কাছে বেশী টাকা ভিজিট দিয়ে গত সপ্তাহে পরামর্শ নিয়ে সেই মত কাজ করল। কিন্তু কিছুই হলো না। সে আজ আবার গেলো হাসপাতালে।

আধাঘন্টা বসার পরে সে ডাক্তারের চেম্বারে ঢোকার চান্স পেলো। লাল মুলো চেহারার ডাক্তার। কিড়মিড় করে ইংরেজী বলে। বলুক। আমাদের সৌম্য কি ইংরেজী কম বোঝে নাকি।

ডাক্তার জিজ্ঞেস করলঃ Are you properly taking 3 meals a
day as I advised?
সৌম্যের মাথায় বজ্রাঘাত হলো। সে মিনমিন করে বললোঃ My god I heard 3
males per day..



gay romancegay passionate kiss
gay kiss, gay love, gay sexgay kiss, gay love, gay sex

ভালোলাগা উপাখ্যান

সজল! না, ছেলেটার চোখে কোন জল নেই। তবু তার নাম সজল আহমেদ। বাবা মায়ের রাখা নাম। আসলে তার নামটি রেখেছিলেন তার আম্মুর নানা।  চোখে তার চাপা দ্যুতি। পৃথিবীটা যে আনন্দময় তা সজলের চোখ দেখলে বোঝা যায়। সদা হাস্যময় লাস্যময় এক যুবা।  অতি সিরিয়াস সময়ে সে রসিকতা করে পরিবেশ হালকা করার ক্ষমতা রাখে। সজল খুলনার ছেলে। খুলনা টাউনের নয়। মেইন টাউন থেকে বেশ দূরের এক গ্রামে তার বেড়ে ওঠা। ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। হলে থাকার কথা। কিন্তু সে থাকে মিরপুরে।
                  
অনেকক্ষণ শাহবাগে দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেলো। সিট নাই। সিট আছে, কিন্তু একটাও খালি নাই। পেছনে একটা সিট খালী হলো। কিন্তু পাশের দাঁড়িয়ে থাকা ব্যক্তি অতি দ্রুত শূণ্যস্থান পূর্ণ করে ফেলল। লোকটি ছোট খালে খুব সম্ভবত চেয়ার সিটিং খেলায় এলাকায় চ্যাম্পিয়ন হতসজল বাসের রড ধরে দাঁড়িয়ে আছে। কিছুসময় পরে কয়েকব্যক্তির ঘাড় পেরিয়ে একটা ছেলের দিকে চোখ পড়ে গেলো। ছেলেটার ঠোঁট এবং নাকের গঠন অনন্য। একবার চোখ পড়লে আরেকবার সে ফিরে তাকাবেই। সজলও দ্বিতীয়বার চোখ তুলল। চোখাচোখি হয়ে গেলো। প্রথম প্রথম অন্য ছেলেদের চোখে চোখ রেখে তাকাতে সজল লজ্জা বোধ করত। ক্রমে ক্রমে সেটা এখন দূর হয়ে গেছে। এখন সে আর শরমিন্দা হয় না। সজল হালকা একটা হাসি দিলো। ছেলেটা চোখ ঘুরিয়ে সামনে তাকালো।

কৈশোরে সুন্দর মেয়েদের দূর থেকে দেখার মাঝে একটা আলাদা থ্রিল আছে। এ অনেকটা বাগানে ফোঁটা সেরা ফুলটা দেখার মত। ধরা বা ছোঁয়ার দরকার নেই। দূর থেকে জাস্ট তার সৌন্দর্য্য সুধা উপভোগ করা। তাদের চূড়ির রিনিঝিনি ঝংকার, কাপড়ের খসখস শব্দ এক অন্যরকম শিরশিরানী এনে দেয় বুকের ভিতর। এটা গেলো আর দশজন সাধারণ ছেলের কথা। সজলের কিন্তু অন্য কেস। সুদর্শন ছেলে দেখলে তার বুকের ভিতর শিরশিরে কাঁপন জাগে। দ্বিতীয়বার তাকাবার অদম্য বাসনা তাকে পেয়ে বসে। বিশ্ববিদ্যালয়ের মাঠে, ক্যান্টিনে, আমগাছের নিচে যখন বন্ধুদের সাথে আড্ডা দেয়, দূরের কোন সুন্দরী অপ্সরীকে দেখে সবাই লোভনীয় মন্তব্য করে। সেও তাদের সাথে তাল দেয়। কিন্তু সে মুখ ফুঁটে বলতে পারে না ঐ অপ্সরীর সাথে থাকা ছেলেটাকে দেখে তার অনুভূতির কথা। এমন এক সমাজে, এমন এক দেশে জন্মেছে যেখানে সে নিজে থেকেই শিখেছে কোন কোন বিষয় গোপন রাখতে হবে। কেউ তাকে নিষেধ করেনি। কিন্তু সে জানে যখনি সে মুখ খুলবে তখনই ধর্ম , সমাজ, পরিবার তার মুখ চেপে ধরবে। সত্যি বলতে কি সজল এখনো জানেনা সে সমকামী কিনা।

কৈশোরে সে প্রথম এর স্বাদ পায় পাশের বাড়ীর ভাইয়ার কাছে। বাড়ীতে গেস্ট থাকায় সে ঘুমোতে গেছিলো পাশের বাড়ী। ভাইয়া তার থেকে বছর পাঁচেকের বড় ছিলো। সম্পূর্ণ অচেনা এক জগৎ তার সামনে হাজির হয়। ভালোলাগা মন্দলাগা তাকে কুরেকুরে খেতে থাকে। পাপবোধে সে কোন কিছুতেই মন বসাতে পারে না। মসজিদে বসে চুপি চুপি কাঁদে। আল্লাহর কাছে মাফ চায়। হে আল্লাহ, তুমি আমাকে আদ, সামুদ, লুতের কওমের মানুষের মত শাস্তি দিয়ো না। আমাকে সঠিক পথে পরিচালিত করো।

সজল সঠিক পথ খুঁজে পেয়েছে কিনা আমি বলতে পারব না। তবে সে সমকামিতার পথে পুরোপুরি ছেড়ে যেতে পারে নি। আবার ধরেও থাকেনি। আরো কয়েকবার সে ইচ্ছে অনিচ্ছায় গেছে ভাইয়ার বিছানায়। আর সুন্দর ছেলে দেখলে সে যে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার মর্ম বুঝতে পেরেছে। এটাকে যে ক্রাশ খাওয়া বলে সেটা সে জানতে পারে বিশ্ববিদ্যালয় জীবনে। ক্রাশ সে বহুবার খেয়েছে। কারো ফিগার দেখে, কারো ঠোঁট দেখে, কারো চোখ দেখে কারোবা বাঁকা হাসি দেখে। কাছের বন্ধুরা কেউ কেউ খেয়াল করে দেখেছে। জিজ্ঞেস করেছে, কি দেখিস। সে মিথ্যা বলেছে। আমি মানুষের হাঁটা দেখি। খেঁয়াল করে দেখ। একেকটা মানুষের হাঁটার স্টাইল একেকরকম। কেউ দুলে হাঁটে, কেউ নাচের ছন্দে হাঁটে আবার কেউ পা ছুঁড়ে ছুঁড়ে হাটে। হাঁটাকে একধরণের শিল্প বলা চলে। বন্ধু খেয়াল করে দেখে আরে আসলেই তো।

সজল মিরপুর দশে এসে নামে। এক কাপ চা খাওয়া গেলে মন্দ হবে না। সে মফিজ চাচার দোকানে গেলো। দোকান বলতে রাস্তার ফুটপাতের উপর কাঠের তৈরী অস্থায়ী দোকান। মফিজ মিয়ার বাড়ী নোয়াখালী। নোয়াখালীর মানুষ সবজায়গায় পাওয়া যায়। আমেরিকা, লন্ডন, মিডল ইস্ট, এমনকি চাঁদে গেলেও নোয়াখালীর লোক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। মফিজ মিয়ার দোকানে কয়েক আইটেমের চা পাওয়া যায়। লাল চা, দুধ চা, আদা চা, লেবু চা। মফিজ মিয়া অবশ্য দুধ চা বলে না। বলে  সাদা চা। লাল চা যখন আছে তখন সাদা চা ও থাকা উচিত। আর চায়ের নাম কেন শুধু দুধের নামে হবে। চায়ে তো চিনিও থাকে। কেউ তো কখনো বলে না চিনি চা। মফিজ চাচার সাদা চায়ের মজাই আলাদা। এক কাপ খেলে আরেক কাপ খেতে মনে চায়। সজল চায়ের অর্ডার দিয়ে বেঞ্চে বসল। বেঞ্চের চার পায়ার কোন একটা ছোট আছে। নড়ছে। বসে আরাম পাওয়া যাচ্ছে না। মফিজ মিয়ার পোষা কালো বিড়ালটা মফিজ মিয়ার ছোট ক্যাশ বাক্সের পাশে বসে আছে। সজলের চোখের দিকে বিড়ালটা তাকিয়ে আছে। একটা মজার কথা কি জানো বিড়ালের চোখে চোখ রেখে তাকালে সে খুব লজ্জা পায়। সে কিছুতেই তোমার চোখে চোখ রাখবে না। মুহূর্তেই চোখ ফিরিয়ে নেবে। মানুষ এরকম কুচকুচে কালো বিড়াল কেন পোষে! কালো বিড়াল নাকি ভূতের বাহন। কয়েকবছর আগে শোনা গিয়েছিলো কালো বিড়ালের মাথায় নাকি ম্যাগনেট থাকে। মহামূল্যবান সেই ম্যাগনেট নাকি চড়া দামে আমেরিকা কিনে নেয়। মফিজ চাচা ম্যাগনেটের লোভে কালো বিড়াল পুষেছেন কিনা জিজ্ঞেস করলে সে শুধু হাসে।

চা শেষ করে সে ফুটপাত ধরে হাঁটতে থাকলো। ফুরফুরে বাতাস বইছে। ভালোই লাগছে। বাতাসে শীতের আমেজ। বাতাসটাকে ভালোভাবে উপভোগ করতে সে ওভারব্রিজের উপর গিয়ে দাঁড়ালো। বাতাসটা আসছে মিরপুর -১ এর দিকের রাস্তা ধরে। আজকাল বাতাসেরাও গাড়ীর মত রাস্তা ধরে চলাফেরা করে ঢাকা শহরে। রাস্তার বাইরে গেলে বড়বড় বিল্ডিং এ বাড়ী খেতে খেতে বাতাসেরা নাকাল হয়ে যায়। সন্ধ্যা হয়ে এসেছে। গাড়ীর এই প্যাপু শব্দ কান ঝালাপালা করে দেয়। যান্ত্রিক কোলাহলকে পাশ কাঁটিয়ে সে বাতাসের শীতলতা উপলব্ধি করার চেষ্টা করছে। বাতাস তাকে ভাসিয়ে নিয়ে গেছিলো অন্য কোথাও। পথচারীর অন্যমনস্ক ধাক্কায় সে সম্বিত ফিরে পেলো। ধাক্কা দেয়া লোকটা মিষ্টি করে বলে স্যরি। সজল খেয়াল করল সেই ছেলেটা। বাসের ভিতর যাকে দেখে সাময়িক ক্রাশ খেয়েছিলো। ছেলেটা দেখতে আসলেই অওসাম। ফরসা। মাঝারী হাইট। কানে হেডফোন। ছেলেটা পাশে দাঁড়িয়েছে। তার দিকে তাকালো। আবার সামনে চোখ ফেরালো। ওভারব্রিজের রেলিং বেয়ে ছেলেটার হাত সজলের হাত স্পর্ষ করল। সজল পুলকিত হলো। ছেলেটা নিশ্চয়ই তার মত কেউ। ছেলেটাকে স্মার্ট বলতেই হয়। চোখ দেখেই সে তার মনের কথা পরে ফেলতে পেরেছে। ছেলেটার চোখ রাডারকে হার মানিয়ে দেবে নিশ্চিত।

ছেলেটা কোন কথা বলছে না। সজলও কোন কথা খুঁজে পাচ্ছে না। একসময় ছেলেটা কানের পাশে মুখ এনে বলল, ভাই যাবেন? সজল একটু টাশকি খেলো। সে নিশিকন্যাদের দেখেছে ঢাকা শহরের রাস্তায়। নিশিপুত্রদের কথা মাঝে মাঝে শোনা যায় ফেসবুকের পাতায়। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ভূয়া থাকে। কারো সাথে সমস্যা হলে দেখা যায় একজন আরেকজনের নামে অপপ্রচার চালাচ্ছে। অমুক টাকা নিয়ে সেক্স করে। তার সাথে সেক্স করতে চাইলে এই নাম্বারে ফোন দাও ইত্যাদিএগুলো আসলে অতি জঘন্য মানসিকতার কাজ। ফেসবুক যারা ব্যবহার করে তারা সবাই মোটামুটি শিক্ষিত। বেশিরভাগ উচ্চশিক্ষিত। শিক্ষিত মানুষেরা এই কাজগুলো কিভাবে করে সজল বুঝতে পারে না।

সজল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কত দিতে হবে? ছেলেটা নির্বিকার ভঙ্গিতে বলল, একবার করলে ৫০০ টাকা , দুইবার করলে ৭০০ টাকা। ব্লোজব নিলে ২০০ টাকা।  সজল জিজ্ঞেস করল, কি করো তুমি? ছেলেটা জিজ্ঞেস করলো, একবার সেক্স করতে কি এগুলা জানা আর্জেন্ট আপনার?

সজল আর কথা বাড়ালো না। ছেলেটাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে চলল। ছেলেটা এই হ্যালো বলে তাকে ডাক দিলো। সে পেছনে ফিরে তাকালো না। তার বুকের ভেতরের ভালোলাগাটা এখন বিমর্ষতায় পরিণত হলো। বুকের ভেতর একটা ফাঁকা অনুভূতি তৈরী হয়েছে। পৃথিবীর আর সব পথ কি ছেলেটার জন্য রুদ্ধ হয়ে গেছে? নাকি সে টাকা উপার্জনের সব থেকে সহজ পথটাকে বেছে নিয়েছে। খোদা তায়ালা তাকে রূপ দিয়েছে দেহ ভরে। আর ছেলেটা সেটাকেই পুজি করেছে। সজল তার ফ্লাটের দরজায় পৌঁছে গেছে। রোড লাইটের আলো পেরিয়ে অনেক দূরের আকাশে তারার মেলা। তারা অবাক চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। আচ্ছা সজলের চোখে কি জল থাকা উচিত?


******************** *********************

two gay boy sitting in field and touch each other, gay love

******************** *********************

gay kiss

******************** *********************

চুমু কাব্য

একটি চুমুর জন্য
একটা সময় আমি,
অনেক বেশী তৃষিত ছিলাম।
বড় বেশী আকাংখিত এক চুমুর প্রতিক্ষায়
সকাল দুপুর পার করে দিয়েছি
ভাবনার সমুদ্রে।

আপন বাহূতে এঁকেছি চুমু
নিজ ঠোঁটে,
চুমুর স্বাদ ছিলো না তাতে
ছিলো এক রাশ অনুভূতি।
কামনায় ছিলো একজন মানুষ
আর এক জোড়া ঠোঁট।
যে ঠোঁটে মেলাবো আমার ঠোঁট।

ঠোঁটে ঠোঁট রাখার সুযোগ
অবশেষে এলো এমনি এক শীতের রাতে
মন চাইছিলো চুমু
যে চুমু নিয়ে আমরা মুঠোফোনে
কথা বলেছি ঘন্টার পর ঘন্টা।
সেই চুমু এলো
বড় বেশী আকাংখিত চুমু।

ঠোঁটে আমার সাহারার উত্তাপ
বুকে সুনামী দেহে ভূমিকম্প
থর থর করে কেঁপেছি আমি
তুমি ভাবতে পারো নাটক
তবে সত্যি ছিলো সেই কাঁপুনি
নিয়ন্ত্রণ হারিয়ে কেঁপেছিলাম
আশ্চর্য্য এক অনুভূতিতে।
তুমি ভয় পেয়ে
জাপটে ধরেছিলে আমায়।

একসময় কাঁপন থামে
অনুভূতি ক্লান্ত হয়
রক্তে আবার জোয়ার আসে
আমাদের দুটি ঠোঁট সারা রাত এক হয়ে ছিলো
সেই রাতে।

এই জগতের চেনা সুরে
তুমি হারিয়ে গেছো পরের অন্তরায়,
তোমাকে আমি হারাতে চাইনি
কিন্তু তুমি চেয়েছিলে হারাতে
তাই ধরে রাখতে পারিনি।
নিরবে ফেলেছি চোখের জল
একটি ভূল মানুষের জন্য।
এখন আমার পাশে অনেক ঠোঁট
আমি চাইলেই চুমু আঁকতে পারি
ঠোঁটের তুলিতে।
কিন্তু ভালোবাসাহীন ঠোঁটে আর চুমু আঁকিনা আমি
সেই উত্তপ্ত ঠোঁট আজ বড় বেশী ঠান্ডা
মৃতের শীতলতা আজ সেই কমলা কোয়া ঠোঁটের গায়ে। 


এবাউট me (আমার বৃহৎ বায়োডাটা)

সতর্কতাঃ আমার তথ্য পড়ার জন্য আপনাকে ১৮+ রসিক মানুষ হতে হবে। প্রথম শ্রেণীর গাধাদের আমার প্রোফাইল পড়ার দরকার নাই। অনেকে ইনবক্সে এসে জিজ্ঞেস করেন প্রোফাইলে এগুলো কেন লিখেছি? পুরা টাশকি খায়া যাই। আমার প্রোফাইল। আমি লিখব, যা খুশী তাই লিখব। ইচ্ছে হলে পড়, মাথায় কিছু থাকলে মন খুলে হাসো। জানো তো হাসলে সেক্স বাড়ে। 

My appearance
আমার চেহারাঃ (সর্বশেষ আপডেটঃ সেপ্টে.-২০১৩)

age: 27
সাতাশের সাথে আছি। বিবাহের উপযুক্ত বয়স। পাত্রী সন্ধান সম্পন্ন হয়েছে। অতিশীঘ্রই খোকার মা ঘরে এসে আমাকে একা থেকে দোকা বানিয়ে ফেলবে ইনশা-আল্লাহ। জানেনই তো দ্যাশটা আমেরিকা না। সেরকম হলে জীবনটা অন্যরকম হতে পারত। কি ভাই প্যাঁচ খেয়ে গেলেন। প্যাঁচ ছাড়াতে থাকেন। আমি নেক্সট প্যারা লিখতে বসলাম। 

gender: Male
লিংগঃ পুরুষ। কারো সন্দেহ থাকলে আড়ালে আইসেন। জীবনেও আর দ্বিতীয়বার সন্দেহ করার সাহস পাইবেন না। 

sexuality: Ask Me
যৌনতাঃ বুঝে নিও। তারপরও না বুঝলে ধরে নিবেন আপনি প্রথম শেণীর টিউবলাইট। 

ethnicity: Asian
নৃতাত্বিক পরিচয়ঃ এশীয়। বাংলাদেশী। দক্ষিণ বঙ্গীয় যুবক। উজ্জ্বল শ্যামলা। নিজেকে ফর্সা ভাবতে ভালোই লাগে। আরেকটু পরিষ্কার আই মিন শুভ্র হলে তো দেবতা নারসিসাসের মত নিজের প্রেমে পড়ে যেতাম। 

সে অনেক কাল আগের কথা। আয়না আবিষ্কারেরও আগের কথা। গ্রীক দেশে নারসিসাস নামে অসম্ভব সুন্দর একজন দেবতা ছিলেন। তিনি নিজের রূপে এতই মুগ্ধ ছিলেন যে সব কাজ বাদ দিয়ে সারাক্ষণ নদীর জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতেন। নারসিসাসের একখানা আয়না থাকলে কি আর এত কষ্ট করতে হত। হেড দেবতা নারসিসাসের এহেন কাজে খুব বিরক্ত হয়ে তাকে ফুল বানিয়ে দিলেন। নারসিসাসের নামানুসারে সেই ফুলকে এখন ডাকা হয় নার্গিস নামে। 

height: 5'10" (178cm)
উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি বা ১.৭৮ মিটার। বেসাইজ। ছোটবেলা থেকে মনে হয়, এত লম্বা হওয়ার কি দরকার ছিলো। আরেকটু কম হলেই তো ভালো হত। 

hair: Black
চুলঃ কালো কিন্তু কিছু সাদা হওয়া শুরু করেছে ইদানিং। টেনশানে বাকিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েক বছর পর আর চুল কাটার প্রয়োজন পড়বে বলে মনে হয় না। যে হারে চুল পড়তেছে তাতে রইবেনা আর বেশীদিন মস্তক মাঝারে। বাংলাদেশ আরো একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পেতে যাচ্ছে। খিক খিক খিক। 

eyes: Black
চোখঃ কালো। একদা এক মানুষ যে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলো সে বলেছিলো, আমার চোখের দিকে তাকালে তার নাকি মরে যেতে ইচ্ছে করে, কথাটা মনে পড়লে আমার আজো হাসি পায়। একজনের চোখের দিকে তাকালে কেন আরেকজনের মরে যেতে ইচ্ছে করবে কেন। নাকি অসময়ে অতিরিক্ত আবেগ কাজ করলে এরকম হতে পারে। তবে অনেকের কাছেই আমার উজ্জ্বল গভীর কালো চোখের প্রশংসা শুনেছে। আমার এক বান্ধবী বলেছিলো, আমার চোখ নাকি গরুর চোখের মত বড়বড়। বান্ধবীকে বলেছিলাম, কিরে আজকাল ছেলেদের বুঝি আর ভালো লাগেনা, তাই গরুর রূপ খুঁটিয়ে দেখা শুরু করেছিস। দেশটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া না যে কোন বিশেষ কাজের জন্য একটা গরুকে পতিদেবতা হিসেবে বরণ করে নিবি। তার থেকে যদি কোন বিশিষ্ট গরুর পাণি গ্রহন করতে চাষ তবে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। আমি ব্যবস্থা করে দেব, আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে অনেক বিশিষ্ট গরু আছে। 

body: Average
শরীরের গঠনঃ মোটামুটি। আরেকটু ভালো হলে মন্দ হত না। তাহলে সিনেমায় গিয়ে জামা খুলে গ্যাংনাম ড্যান্স দিতাম। ভূঁড়ি বাঙালী পুরুষের সম্পদ। একটু সুখবিলাসী বাঙালী যুবকের উদরদেশ যে সাত মাসের গর্ভবতী রমনীর মত দেখতে হবে এ আর নতুন কি! তবে আমি এই সম্পদ হারানোর আপ্রাণ চেষ্টা করছি। হাল ছেড়োনা বন্ধু। 

body hair: Some
পশমঃ আছে। পশম হল পুরুষ মানুষের সৌন্দর্য। মেয়েরাই হবে গলা ছিলা মুরগীর মত। 

tattoos: None
উল্কিঃ নাই। কিন্তু এক খান আঁকানোর ইচ্ছে আছে। একটা তীর আঁকাবো জায়গামতো। 

piercings: None
ছেড়া-ফাটাঃ নাই। কাটা-ছেঁড়াতে আমার অনেক ভয়। আমি শান্তিপ্রিয় বাঙালী। 

endowment: Extra Large
গোপন জিনিসের সাইজঃ মেয়ে তুমি কল্পনাই করতে পারবে না। বলবে ওয়াও। (সর্বাধিক প্রসংশিত ডায়ালগ) 

circumcised: Yes
সুন্নতে খাৎনাঃ ৭ বছর বয়সে। মনে পড়ে সেই দিন। শালার হাজাম প্রকাশ্য দিবালোকে সবার সামনে আমার লুঙ্গি খুলে আমার প্রিয় জিনিসটাকে যা করেছিল, ভাবলে আজো কান্না পায়। 

role: mistry
রোলঃ ক্লাসে ছিল এক কিন্তু এখন দুই।

My lifestyle
আমার জীবনীঃ

relationship: Single
বৈবাহিক দশাঃ অবিবাহিত পূর্ণাংগ যুবক। সময় এখন বিছানায় যুদ্ধ করার। প্রতিদ্বন্দী আবশ্যক। টেনশান নিয়োনা। চলে আসছে খুব শীঘ্রই। 

living: Alone
বসবাসঃ শুধু কোলবালিশ আর আমি। খেলা করে আমার দুহাত আর তোমার গরম ঠোঁট। 

have kids: None
বাচ্চাকাচ্চাঃ কোলবালিশ কি আর বাচ্চা দিতে পারে বৎস। খোকার মায়ের অপেক্ষা। তার পরদিনই তুমি কাকা হয়ে যাবে। 

want kids: Yes
বাচ্চা চাইঃ অবশ্যই। কিউট বাচ্চা কোলে নিতে আমার জোশ লাগে। আমি চাই খোকা হোক, খোকার মা চায় খুকি হোক। 

income: Executive
আয়ঃ চাকরী করে খাই, আমি সুখী মানুষ ভাই। ভালো মনের বন্ধু চাই। 

politics: Middle of the Road
রাজনীতিঃ সুবিধাবাদী দল। সত্যিকথা বলতে কি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। 

faith: Humanities.
বিশ্বাসঃ সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষের হাত ধরেই তো সৃষ্টিকর্তা তার বাণীগুলো পৃথিবীতে পাঠিয়েছেন। সে কোরআন, বেদ, বাইবেল, গীতা, গ্রন্থসাহেব যাই বল। মানুষ যদি মিথ্যা হয় তবে এই গ্রন্থগুলোও মিথ্যে। তবে নিজের ধর্মের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে।

drink: Never
মদ্যপানঃ সাহসে কুলায় না। কিন্তু খুব ইচ্ছে করে মদ খেয়ে মাতাল হতে, ধ্যুস! জীবনটাই পান্তাভাত হয়ে গেলো। 

smoke: Never
ধুম্রপানঃ আই হেট ইট ম্যান। গন্ধ টা খারাপ লাগে। কালো ঠোঁটে চুমু খাওয়ার আগ্রহ থাকেনা। খোকার মা, তোমার জন্য আমার ঠোঁটটা আজো গোলাপী রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 

drugs: Never
নেশাখোরঃ কখনোই না।

safe sex: Always
নিরাপদ যৌনতাঃ আবার জিগায়। এইডস হয়ে কে চায় মরিতে কনডোমের ব্যবস্থা থাকিতে।

health: Private Information
স্বাস্থ্যঃ জামা-প্যান্ট খুলে দেখাব নাকি। আজিব। তুমি যদি আমার গুল্টু সোনা হতে রাজি থাকো তাহলে দেখাতে আমি রাজী। লজ্জা নারীর ভূষণ। পুরুষ মানুষের আবার লজ্জা কি! কিন্তু আল কোরআনে স্পষ্ট করে লজ্জাস্থানের হেফাজত করার কথা বলা হয়েছে। লজ্জা স্থানের হেফাজত কিভাবে করতে হয় সে বিষয়ে জানা না থাকলে হেফাজতে ইসলামীর কাছ থেকে টিপস নিতে পারো। জাতীয় ওলামা লীগও কম যায় না। তাদের কাছ থেকেও নিতে পারো। কিন্তু খবরদার দুই টিপস একসাথে ব্যবহার করবে না। কথায় আছে না এলোপ্যাথি হোমিওপ্যাথি একসাথে কাজ করেনা। 

star sign: Gemini
রাশিফলঃ মিথুন রাশি। রাশি নিয়ে আমার মাথাব্যাথা নাই। প্রথম আলোর শনিবারের ছুটির দিনের লাস্ট পাতার কাউসার মাহমুদের রাশিফল পড়তে মজা পাই। 

my interests
আমার আগ্রহঃ

leisure: Music - Photography - Reading - Shopping - Surfing the Web - Travelling - Writing
অবসরঃ গান শোনা- ছবি তোলা- পড়াশোনা- কেনাকাটা- নেট ঘাঁটা স্পেশিয়ালি ফেসবুক- ঘুরে বেড়ানো- লেখালেখি। ডেটিং এ ও যাই মাঝে মাঝে। একটা জিনিস বুঝিনা রেষ্টুরেন্টে কেন আমাকেই বিল দিতে হয়! আমার কি ফ্রি খেতে মনে চায় না! আফসোস। দিল দরিয়া কেউ থাকলে আওয়াজ দিও। একদিন গিয়ে পেটপুরে ফ্রি খেয়ে আসবো! (বাই দ্যা ওয়ে, একজন আমার প্রোফাইল পড়ে আমাকে একদিন খাইয়ে দিয়েছে। কি খাইয়েছিলো জানো। দই! একদম লোকাল মার্কেটের খাঁটি গাওয়া দই!)

sports: Walking
প্রিয় খেলাঃ হন্টন। আরো একটি খেলা প্রিয়! সেটা হচ্ছে রাতের আঁধারে আলো নিভিয়ে এক বিছানায় কানামাছি খেলা। খেলব শুধু আমরা দুজন। তুমি আর আমি। মিউজিন হিসেবে বাজবে তোমার আমার গরম নিঃশ্বাস। বুঝতে পেরেছো?

music: Pop - Rock & Roll - Classical
সঙ্গীতঃ বাংলা হিন্দী এবং ইংরেজী ক্লাসিকাল এবং আধুনিক। ভাল লাগলে তামিল, আরবি, স্প্যানিশও শুনি। তবে সেক্স বেডে যে গুঞ্জন ওঠে সেটাই কি কম মধুর বলো। 
______________________________________________
Adult interests
যৌবন বাসনাঃ

Sex - Body Contact - Kissing - Massage - Masturbation - Oral Sex
আপনি আমাকে চুমুখোর বলতে পারেন। চুমুকে আমি শিল্পের পর্যায়ে নিয়ে যাবো। 
সেক্স- কোলাকুলি- চুমাচুমি- শৃঙ্গার- হস্তমৈথুন- সাকিং নিতে পছন্দ করি। আরো কিছু পছন্দ করি। জানতে চাইলে আড়ালে আসেন। তবে অবশ্যই ১৮+ হতে হবে। আমি শিশু নির্যাতনের মামলায় ফাঁসতে চাই না ভাই। জীবন টাকে উপভোগ করতে চাই। 
-----------------------------------------
My languages
কথা বলতে পারি
-----------------------------------------
Bengali - English - Hindi
বাংলা চমৎকার- ইংরেজীতে বিনুদোন- হিন্দীতে দুব্বল।
_______________________________________________________
আমরা সবাই এক আকাশের ঘুড়ি
এক আকাশেতেই আমাদের ওড়াওড়ি। 


সর্বসত্ব উন্মুক্ত। আমার প্রোফাইলের এই লেখা আপনার পছন্দ হলে আপনি নির্দ্বিধায় আপনার প্রোফাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু সুত্র উল্লেখ করবেন প্লিজ। নাহলে আমার ভক্ত কূলের অনেকেই আপনার প্রিয় প্রোফাইলটাকে আমার ডুপ্লিকেট প্রোফাইল ভেবে বসবে। আর সেক্ষেত্রে মার্ক জ্যুকারবার্গ বরাবর অভিযোগপ্ত্র দাখিল করা ছাড়া আমার আর কোন উপায় থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

gay boy sitting on man and make love



gay hug
মহব্বত