blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

আগ্রহ

দুই বন্ধু ফোনে কথা বলছেখুব ভালো বন্ধু তারা। নিজেদের প্রায় সব কথা শেয়ার করে তারা। ফারহান ও শুভ। ফেসবুকে পরিচয় হলেও এখন তার ব্যাপ্তি পৌঁছে গেছে বাস্তব জীবনেও। ফারহান থাকে পুরান ঢাকায় আর শুভ মিরপুরে। ব্যস্ত কর্মজীবনে দেখা হয়না খুব একটা। তাই কথা যা হয় ফোনেই হয়। শুভ্রও তাদের একজন ভালো ফ্রেন্ড। শুভ্র সবসময় শুভকে টিউবলাইট বলে খ্যাপায়। শুভ’র দৃষ্টিতে এটা খুবই খারাপ একটা কথা। কিন্তু শুভ্র হারামীটা কোন নিষেধ শোনে না। হাজার বার বারণ করার পরেও তাকে টিউব লাইট বলে খেপাবে। শুভ স্বীকার করুক আর নাই করুক। টিউব লাইট বলার পেছনে যুক্তি সঙ্গত কারণ তো অবশ্যই আছে। শুভ সব কিছু দেরীতে বোঝে। শুভ’র মুডটা এমনিতে আজ ভালো না। তাই সে চাচ্ছিলো না শুভ্র হারামীটাকে ফোন করতে। ফোন করলেই তো টিউব লাইট টিউব লাইট বলে ঢং শুরু করবে।
                          
সেদিক থেকে ফারহানকে ফোন করা যায়। ফারহান বেশ ঠান্ডা মাথার ভদ্র একটা ছেলে। এটলিস্ট সিরিয়াস বিষয় নিয়ে সে শুভ্র গাধাটার মত ফান করে না। ফারহান ঘুমাচ্ছিলো। খোদার খাসি। কাজ কাম নেই। শুধু খায় আর ঘুমায়। ফারহান ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করলো, কি রে শুভ কি খবর তোর, সব কিছু ভালো!

শুভঃ ভালো আর থাকি কিভাবে দোস্ত।
ফারহানঃ কেন কি হয়েছে?
শুভঃ দোস্ত আমার কেন জানি মনে হচ্ছে, আমার বয়ফ্রেন্ড আর আগের মত আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। সে রেগুলার টায়ার্ড থাকে। খুব টেনশান হচ্ছে।
ফারহানঃ টেনশান করিস না। ঠিক হয়ে যাবে।
শুভঃ কিভাবে ঠিক হবে, কবে ঠিক হবে। টেনশান না করে থাকি কিভাবে বল!
ফারহানঃ আর রাতেই ঠিক হবে।
শুভঃ তুই কিভাবে জানিস?
ফারহানঃ বললে তুই মাইন্ড করবি।
শুভঃ করবো না।
ফারহানঃ প্রমিজ!
শুভঃ প্রমিজ।
ফারহানঃ আজকে রাতে আমার বয়ফ্রেন্ড ইন্ডিয়া থেকে দেশে ফিরবে।



( ফারহান ও শুভ, আমি জানি এই গল্প পড়ার সময় তোরা আমার উপর ১০৪ ডিগ্রি উত্তাপে খেপে থাকবি। দোস্ত তোরা তো জানিস এটা তোদের গল্প নয়। আমার মত বদ পাব্লিকের মাথা থেকে উৎপন্ন গল্প। জাস্ট যদু মধুদের নাম না ব্যবহার করে তোদের দুজনের নাম ব্যবহার করেছি। তোদের দুজনের জন্য আন্তরিক শুভ কামনা)