ফয়সালাবাদ, পাকিস্তান। ১৯৪৬ সাল। উপমহাদেশ জুড়েই তখন বিভাজনের গুঞ্জন। এমনি এক সময়ে বৃহৎ এক পরিবারে জন্ম হয় একটি ছেলের। ছেলেটির নাম রাখা হয় ইফতি নাসিম। ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। এক সময় সে আবিষ্কার করে সে অন্য দশজনের মত নয়।অন্যদের মত সে মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করে না। সে নিজেকে বড় অসহায় এবং একাকি বোধ করতে থাকে। পাকিস্তানে সমকামী পুরুষের প্রকাশ্যে বেঁচে থাকার কোন অধিকার নেই। ইফতি লাইফ ম্যাগাজিনে একবার একটা আর্টিকেল পড়েছিলো। আমেরিকা হচ্ছে সেই জায়গা যেখানে গে রা মুক্তভাবে বেঁচে থাকতে পারে। মাত্র ২১ বছর বয়সে নিজের মত করে বাঁচার জন্য ইফতি পাকিস্তান ত্যাগ করে। পৌঁছে যায় আটলান্টিকের ওপারের দেশ আমেরিকায়। সেখানে সে দক্ষিণ এশীয় সমকামী যুবকদের সহায়তা করার জন্য সাংগাত নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি নারম্যান নামে একটি কবিতার সংকলন প্রকাশ করেন। নারম্যান হচ্ছে উর্দু ভাষায় সমকামী থিমের উপর প্রথম রচিত কবিতার বই। বইটি প্রকাশের পরে পাকিস্তান জুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে। নারম্যানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
নারম্যান ফারসি শব্দ। এর অর্থ হার্মাফোডাইট, অর্ধ নারী- অর্ধ নর। ব্যাপক বাঁধা সত্বেও পাকিস্তানে নতুন ধারার এক কবিতা লেখার চল শুরু হয় যাকে বলা হয় নারমানি যেখানে নবপ্রজন্মের কবিরা অকপটে পুরুষ প্রেমের কথা স্বীকার করার সাহস রেখেছেন।
1 টি মন্তব্য:
নতুন নতুন Choti Golpo পড়তে ভিজিট করুন
Bangla Choti Golpo
VALOBASARGOLPO2.XYZ
একটি মন্তব্য পোস্ট করুন