blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

ব্রুনো ভোগেল

ব্রুনো ভোগেল একজন সমকামি সাহিত্যিক। ১৮৯৮ সালে জার্মানীর লিপজিগ শহরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯১৬ সালে মাত্র সতেরও বছর বয়সে তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। ১৯২২ সালে একটি সমকামী সংঘ প্রতিষ্ঠা করেন, জেমেইন্সচার্ফ উইর যার অর্থ আমরাই সম্প্রদায়। সমকামী হওয়ার কারণে তার পিতামাতা তাকে ঘাড় ধরে রাস্তায় বের করে দেন। এরপর তিনি বার্লিন চলে আসেন। বেশ কিছু উপন্যাস লিখেছেন তিনি। আমার জন্মের এক বছর পরে এই সংগ্রামী মানুষটি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। আমরা সমকামীর কিছু করতে চাই আর আমাদের থেকে অতি বিরুপ পরিবেশ জন্মেও এই মানুষগুলো কিছু করে দেখিয়ে গেছে। হাল ছেড়ো না বন্ধু। জীবনকে সঠিক পথে পরিচালিত করো।

-----------------------------------------------------------------