রাঙামাটির পথ পেরিয়ে কাপ্তাইয়ের জল ডিঙিয়ে
সুদুর পাহাড়ের টিলায় প্রকৃতি কোলে শান্ত সুনিবিড় পরিবেশে দাঁড়িয়ে আছে এই বিহারটি।
বিহারে আজ নতুন সাধুর পরীক্ষা নেয়া হচ্ছে। চব্য চোষ্য লেহ্য পেয় কাম মায়া অর্থাৎ
জীবনের মায়া ছলনা কাটিয়ে এই জীবনে আসা খুবই কঠিন কাজ। কেউ যদি সন্যাসব্রত গ্রহন
করে আবার গৃহী জীবনে ফিরে না যায় সেজন্য কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে সাধু নির্বাচন
করা হয়। মাত্র তিনজন প্রার্থী সব গুলো পরীক্ষায় পাশ করতে পেরেছে। বাকী আছে মাত্র
একটি পরীক্ষা। আত্ম-সংযম পরীক্ষা। সাধুদের জন্য সহজ কিন্তু গৃহীদের জন্য কঠিন।
প্রার্থীদের তিনজনের একজন পাহাড়ী। অনিরুদ্ধ চাকমা। সে এসেছে খাগড়া ছড়ির দীঘিনালা
উপজেলা থেকে। মঙ্গোলীয় বা ভোটচীনিয় বংশোদ্ভুত অনিরুদ্ধের চেহারায় আকর্ষণীয় একটা
কোমল ভাব রয়েছে। আর চাকমাওরা এমনিতেই আঙ্গুরের মত ফরসা। একজন এসেছে চট্রগ্রামের রাউজান থেকে। কেনেডি
কর্মকার। নাম শুনলে ফরেনার মনে হয়, কিন্তু চেহারায় পুরা দ্রাবিড়ীয় প্রকাশ। শেষের
জন এসেছে দক্ষিণবঙ্গের কোন এক জেলা থেকে। নাম শুভ্র বড়ুয়া। চেহারা মন্দ না, কিন্তু
চোখের চাহনিতে একটা ভোদাই ভাব আছে। সাধুদের দিকে কেমন একটা ভোদাই মার্কা ভ্যাবলা
চাহনীতে তাকাচ্ছে।
বিহারের হেড সাধুকে বলা হয় বন ভান্ত। বন
ভান্ত মানে হচ্ছে বড় সাধু। বন ভান্ত এই তিন নতুন ভান্ত বা সাধুর লাস্ট এক্সাম
নিবেন। প্রার্থী তিনজনকে একটি বেঞ্চের উপর সারি দিয়ে বসিয়ে দেয়া হলো। তাদের
পুরুষাঙ্গে একটা করে ছোট ঘন্টা বেঁধে দেয়া হলো। কোন রকম নাড়াচড়া হলেই টং করে শব্দ
হবে। তাদের সামনে বাংলা সিনেমার এক প্রখ্যাত নায়িকা শাবনুর কে আনা হলো। তিনি
ড্যান্স করবেন। শাবনুর একগাদা বোরখা পরে এসেছেন। তাকে ময়ুরী আপুর মত স্বাস্থ্যবতী
লাগছে আজ। তিনি অত ধার্মিক হয়ে গেলেন কেন বোঝা যাচ্ছে না।
শাবনুর নাচ শুরু করলেন। একে একে সে সবগুলো
বোরখা খুলে ফেলল, এখন সালোয়ার কামিজ পরে নাচছেন। এমন সময়ে কেনেডির ঘন্টা টং করে
বেজে উঠলো। বন ভান্ত বললেন, “বাবা তুমি আমাকে হতাশ করলে। সত্যি বলতে কি নিজের উপর
তোমার কোন কন্ট্রোলই নেই। পাশের রুমে যাও। হিম ঠান্ডা জলের ব্যবস্থা আছে। বস্ত্র
পরিত্যাগ পূর্বক জলে বসে ব্যর্থতার নিয়ে চিন্তা ভাবনা করো।”
শাবনুর নেচেই চলেছেন। এক পর্যায়ে সে আরো
কয়েক প্রস্থ কাপড় খুলে ফেলে শুধু ব্রা আর প্যান্টি পরে নাচছেন। আজকালকার সিনেমায়
যা পরে নাচেন আরকি। অনিরুদ্ধ’র ঘন্টা টং করে উঠলো। বনভান্ত আবার একই কথা বললেন,
“বাবা তুমি আমাকে হতাশ করলে। সত্যি বলতে কি নিজের উপর তোমার কোন কন্ট্রোলই নেই।
পাশের রুমে যাও। হিম ঠান্ডা জলের ব্যবস্থা আছে। বস্ত্র পরিত্যাগ পূর্বক আগের
প্রার্থীর সাথে জলে বসে ব্যর্থতার নিয়ে চিন্তা ভাবনা করো।”
এদিকে শুভ্র;র কোন নড়াচড়া নেই। তার সামনে
একজন মানবী নেচেই চলেছে, অথচ কোন বিকার নেই। শাবনুরের ইগোতে লাগলো। সে শরীরের শেষ
সুতোটুকু ছূড়ে ফেলে নাচতে লাগলো। বন ভান্ত , শুভ্র দুজনেই শাবনুরের দিকে তাকিয়ে
আছে। কিন্তু কারো চোখে কামনার আগুন নেই। বন ভান্ত বললেন, “বাবা আমি তোমার
আত্ম-সংযমে খুশী হয়েছি, তুমি এই পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছ। একজন প্রকৃত সাধু
হওয়ার সব গুন তোমার আছে। কাম কে যে জয় করতে পারে সেই তো বুদ্ধ, সেই জ্ঞানী। তুমি
পাশের রুমে গিয়ে তাদের সাথে বস্ত্র পরিত্যাগ পুর্বক ঠান্ডা জলে স্নান করো। তোমাকে
দেখে বাকী দুজন শিখুক কিভাবে আত্ন-সংযম করতে হয়।”
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন