blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

ডাক্তারের চেম্বারে

সৌম্য, আমাদের খুইল্লের ছেলে। আইয়ে ক্লাসে পড়ে। টেনেটুনে প্রতিবছর পাশ করে যায়। ইংরেজী সে ভালোই বোঝে। কিন্তু ইশকুলের ছারেরা সবাই তারে গাঁধা বলে। ইংরেজীর ই ও নাকি তার পেটে নাই। কয়েক সপ্তাহ ধরে তার পেটের অবস্থা ভালো না। বয়রা মোড়ের ইসলামী হাসপাতালে বিদেশী ডাক্তার আসে। তার কাছে বেশী টাকা ভিজিট দিয়ে গত সপ্তাহে পরামর্শ নিয়ে সেই মত কাজ করল। কিন্তু কিছুই হলো না। সে আজ আবার গেলো হাসপাতালে।

আধাঘন্টা বসার পরে সে ডাক্তারের চেম্বারে ঢোকার চান্স পেলো। লাল মুলো চেহারার ডাক্তার। কিড়মিড় করে ইংরেজী বলে। বলুক। আমাদের সৌম্য কি ইংরেজী কম বোঝে নাকি।

ডাক্তার জিজ্ঞেস করলঃ Are you properly taking 3 meals a
day as I advised?
সৌম্যের মাথায় বজ্রাঘাত হলো। সে মিনমিন করে বললোঃ My god I heard 3
males per day..



gay romancegay passionate kiss
gay kiss, gay love, gay sexgay kiss, gay love, gay sex

-----------------------------------------------------------------



7 টি মন্তব্য:

ফারুক ফয়সাল [প্রতুত্তর]

স্বপ্ন সত্যি ভেঙে যায়।

সাইদুর রহমান, কুড়িগ্রাম [প্রতুত্তর]

হা হা হা। খুব মজা পেলাম।

রিংকু [প্রতুত্তর]

জোশ!

রাজীব মৃধা [প্রতুত্তর]

তিন ধোনের চোদা খেয়েও সে ডাক্তারের কাছে যাওয়ার মত বল মাজায় কিভাবে পায়!

বগুড়ার দই [প্রতুত্তর]

সুপার লাইক।

খুইল্লের ছাওয়াল [প্রতুত্তর]

মজাই মজা।

কল্লোল কুমার [প্রতুত্তর]

নাইস।