অনু আড্ডা-৫। আজকের অতিথি অতি ভদ্র সুমিষ্টভাষী স্বাস্থ্য সচেতন মিতুল নিয়ামুল।
অনুঃ মিতুল কবে তুমি প্রথম সমকামী জীবনে প্রবেশ করলে?
মিতুলঃ অষ্টম শ্রেণীতে পড়ার সময়ে। তখন আমার বয়স ছিলো ১৪ বছর।
অনুঃ বাহ। তুমি তো অনেক বুঝদার ছেলে। আমি কিন্তু ক্লাস টেনে পড়ার আগে এগুলা বুঝতাম না। তা কিভাবে প্রবেশ করলে?
মিতুলঃ ক্লাস এইটে পড়ার সময়ে আমি আমার এক ক্লাসমেট ছেলে প্রথম প্রেম পত্র লিখি।
অনুঃ ওয়াও। খুব পাকনা ছিলে দেখছি। হাত চালাচ্ছো সেই কৈশোর থেকে। এখনো হাতের চল আছে নাকি?
মিতুলঃ নাহ। ওসবের প্রয়োজন হয় না। বিয়ে করেছি তো।
অনুঃ গ্রেট। গে সেক্স কখনো করেছ?
মিতুলঃ হুম। ক্লাস নাইনে পড়ার সময়ে। ১৫ বছর বয়সে।
অনুঃ যদিও খুব জানতে ইচ্ছে করছে কার সাথে করেছো। কিন্তু জিজ্ঞেস করছি না। লজ্জা পাওয়ার কিছু নেই। এটুকু বলো, যেহেতু লাভ লেটার লিখতে, তো যার সাথে মিলিত হয়েছিলে তাকে কি ভালোবাসতে?
মিতুলঃ হুম। আমরা দুজন দুজনকে লাভ করতাম।
অনুঃ তুমি কি তোমার সমাজকে জানিয়ে দিতে চাও যে তুমি একজন পুরুষপ্রেমী?
মিতুলঃ না চাইনা।
অনুঃ যদি কখনো তোমার বাবা-মা তোমার গোপন যৌনজীবন সম্পর্কে জেনে যায় তখন?
মিতুলঃ আমার জানার অপশান নাই।
অনুঃ সমকামী জীবনে তোমার প্রত্যাশা কি?
মিতুলঃ একজন ভালো বন্ধু যাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যেতে পারি।
অনুঃ জানতে পারি কি সেই সৌভাগ্যবান বন্ধুটি কে?
মিতুলঃ শুভ্র ডি’কস্তা!
অনুঃ খাইছে আমারে! তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। দোয়া করে দিলাম। যাও শীঘ্রই গিয়ে এয়ারবাসের টিকেট কিনে আনো। বিজনেস ক্লাসের টিকিট কাটবে। বিজনেস ক্লাসের টয়লেট গুলো সুপার। হা হা হা।
মিতুলঃ হা হা হা।
অনুঃ হা হা হা। মজা পাইলাম। যাই হোক মিতুল নিয়ামুল কে ধন্যবাদ। আগামীকাল আবার আসছি অনু আড্ডা ৬ নিয়ে উইথ নীল লাল। সঙ্গে থাকুন, মন্তব্য করুন। আর অনু আড্ডায় তুমিও আসতে চাইলে ব্রাকেটের ভিতরে লেখো আমিও আসতে চাই।
skip to main |
skip to sidebar
একই রঙের মানুষগুলো যারা কখনো নিজেকে প্রকাশ করতে পারেনি এই বাংলায়...
মিতুল নিয়ামুল, শুভ্র ডি'কস্তার সাথে বিশ্ব ভ্রমনে যেতে ইচ্ছুক।
-----------------------------------------------------------------
ফেসবুক থেকে
আশাবাদী হোন...
নিজের সত্ত্বাকে জানুন, নিজের অনুভূতিকে মূল্যায়ণ করুন। একটাই তো জীবন। অন্যের জন্য নিজেকে কেন বঞ্চিত করবেন!
আপনি একা নন। আমরাও আপনার মত।
আসুন বিচ্ছিন্ন দ্বীপের মত একাকী না বেঁচে এক হই।
আপনি একা নন। আমরাও আপনার মত।
আসুন বিচ্ছিন্ন দ্বীপের মত একাকী না বেঁচে এক হই।
পাঠক প্রিয় পোস্টঃ-
-
আমি ফেসবুকে খুব এক্টিভ হলেও চ্যাটে অতটা আন্তরিক নই তা তোমরা অনেকেই জানো। আসলে অনেক বছর ধরে চ্যাট করছি। ২০০৮ থেকে। সেই একই ধরণের চ্যাট। হাতে...
-
সে অনেক দিন আগের কথা। বাংলাদেশের কোন এক বিরাট জমিদার পুত্রের গল্প। রাজ বাদশা জমিদার এরা অবাধ যৌনাচারে অভ্যস্ত ছিলো। সেক্সের ক্ষেত্রে পাপ...
-
শেষ বিকেলের রোদের ছায়া বিছিয়ে আছে পিচ ঢালা কালো রাস্তার উপর্। টুংটাং ঘন্টা বাজিয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে কুলফি ওয়ালা। রাস্তার ফুটপাত ধরে প...
-
ফেসবুক! বর্তমান পৃথিবীতে যদি ডিজিটাল সপ্তাচার্য নির্নয় করা হয় তবে অবশ্যই ফেসবুক প্রথম স্থান অধিকার করবে। আমার থেকে বছর দুয়েকের বড় মার্ক জ্...
-
রংধনু পতাকার ইতিহাস। আসলেই কি এই পতাকার কোন ইতিহাস আছে? একটি সত্যিকারে পতাকার নকশা করা যায় না, তা জনগনের আত্মা থেকে ছিঁড়ে আনতে হয়। যেটা হয়...
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন