blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

অস্টিন ডি'মেল্লো বাবা-মা সমকামিতা জানা সম্পর্কে, 'জেনে গেলে বেঁচে যাই'

অনু আড্ডা-৩ এ সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের আড্ডায় আমাদের সবার অতিপ্রিয় মুখ অস্টিন তার একান্ত গোপন কিছু কথা জানিয়েছে।

অনুঃ অস্টিন কত বছর বয়সে তোর মনে হলো তুই পুরুষে আসক্ত?
অস্টিনঃ দশ বছর বয়সে।

অনুঃ এত অল্প বয়সে! কিভাবে বুঝলি?
অস্টিনঃ কিভাবে বুঝেছি তা এখন মনে নেই।

অনুঃ বেশ। সেক্স করেছিস?
অস্টিনঃ না করিনি। এখনো ভার্জিন আছি।

অনুঃ বন্ধুদেরকে তোর সমকামী পরিচয়ের কথা জানাতে চাস?
অস্টিনঃ চাই কিন্তু পারি না।

অনুঃ বাবা-মা যদি জেনে যায় তুই সমকামী তখন কি করবি?
অস্টিনঃ জেনে গেলে বেঁচে যাই।

অনুঃ হা হা হা। আচ্ছা সমকামী জীবনে তোর প্রত্যাশা কি?
অস্টিনঃ টপ বটম ইকুয়্যালিটি।

অনুঃ সেটা কেবল ভার্সেটাইল রোলেই সম্ভব। যাই হোক তোর কাছে শেষ প্রশ্ন। তোর মনের মানুষ কে?
অস্টিনঃ আছে একজন। কিন্তু তার নাম প্রকাশ করতে চাই না।

অনুঃ বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট ভাই অস্টিনের উত্তর। তুমিও অনু আড্ডায় অংশ নিতে চাইলে মন্তব্যে জানাও।

-----------------------------------------------------------------