blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

কপাল খারাপ

বান্দরবনের পার্বত্য এলাকা। সবুজ বনানীর বুকে আঁকাবাকা কালো একটা রেখা। কাছে গেলে দেখা যাবে বনের বুক চিরে চলে যাওয়া পিচ ঢালা রাস্তা এটা। দুপাশের গাছগুলো বড় হতে হতে আকাশ ছুঁয়েছে যেন। রাস্তার ঢালু দিক থেকে একটা জিপ আসার শব্দ পাওয়া গেল। বনের পাখিরা ডানা...

সন্যাসী

রাঙামাটির পথ পেরিয়ে কাপ্তাইয়ের জল ডিঙিয়ে সুদুর পাহাড়ের টিলায় প্রকৃতি কোলে শান্ত সুনিবিড় পরিবেশে দাঁড়িয়ে আছে এই বিহারটি। বিহারে আজ নতুন সাধুর পরীক্ষা নেয়া হচ্ছে। চব্য চোষ্য লেহ্য পেয় কাম মায়া অর্থাৎ জীবনের মায়া ছলনা কাটিয়ে এই জীবনে আসা খুবই কঠিন কাজ।...