blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

ডিজিটাল ফকির

শুভ্র মোটামুটি মোটা বুদ্ধির একটা ছেলে। ঢাকায় চাকরী করে। এসেছে খুলনা থেকে। ঢাকায় তার খুব চেনা কেউ নেই। বন্ধের দিনগুলোতে সে তাই একা একা ঢাকা শহরে ঘুরে বেড়ায়। আজ সে রমনা পার্কে ঘুরতে এসেছে। সে জানে এই পার্কে অনেক খারাপ ধরনের মানুষের যাতায়াত। তাই পকেটে...

স্বর্গলাভ

বেড়াতে যেতে কার না ভালো লাগে। বেড়ানোর কথা বললে আমি আনন্দে নেঁচে উঠি। বাঁধন হারা মন ভেসে যেতে চায় পাখির ডানায়। আমার তিন বন্ধু  নিশান, বিশ্বজিৎ এবং বাঁধন পূজোর ছুটিতে কক্সবাজার বেড়াতে গেল। আমিও যেতে চেয়েছিলাম। কিন্তু পূজোর পরেই কুরবানীর ঈদ। তাই...