blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

পৃথিবীর প্রথম সমকামী যুগল!

শিরোনামটা বেশ চটকদার্। যদি বলি আমি এবং রাজ পৃথিবীর প্রথম সমকামী যুগল তো অনেকেই তেড়ে আসবে। পারলে লুঙ্গি খুলে মাথায় বেঁধে দেবে। যদিও আজকাল ঘুমানোর সময় ছাড়া লুঙ্গি পরা হয় না। বিশ্বাস এবং বিতর্ক দুটি ভিন্ন ধারা। মুসলমানেরা অবলীলায় মেনে নেয় পৃথিবীর প্রথম পুরুষ। একই ভাবে হিন্দুরা মনু এবং খ্রিস্টানেরা এডামকে বলে প্রথম পুরুষ। কিন্তু আমি কিছু বলতে গেলে অবশ্যই প্রমান দিয়ে বলতে হবে। নইলে মানবেন কেন!

লিখিত তথ্যসূত্র থেকে জানা যায় পৃথিবীর এখন পর্যন্ত সন্ধান পাওয়া আদি সমকামী যুগল বাস করতেন মিশরে। সে একশো দুশো বছর আগে নয়। যীশু খ্রিস্টের জন্মের ২৪০০ বছর আগে। অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার বছর আগে। সেই সময়ে প্রাচীন মিশরে স্বামী স্ত্রীকে একই কবরে কবর দেয়ার প্রথা প্রচলিত ছিলো। এরকমই এক কবরে দুজন রাজকীয় পুরুষের মমি আবিষ্কৃত হয়েছে। স্বামী স্ত্রীকে যেভাবে যৌথ কবরে সমাহিত করা হয় তাদেরকে সেভাবেই রাখা হয়েছে। তাদের নাম নিয়ানখখনুম এবং খনুমহোতেপ।

শবাধারে সংরক্ষিত হায়ারোগ্লিফিকস লিপিতে লেখা আছে "জীবনে একসাথে এবং মৃত্যুতে ও একসাথে"। ছোট অথচ কি গভীর উপলব্ধি ফুঁটিয়ে তুলেছে বাক্যটি। ইতিহাস বলে নিয়ানখনুমের স্ত্রী ছিলো। কিন্তু শবাগারের সকল চিত্রশৈলীতে নিয়ানখনুমের সঙ্গে তার স্ত্রীর বদলে খনুমহোতেপের চিত্র আঁকা হয়েছে।

আমার ধারণা তোমরা এই যুগলের নাম আজ প্রথম শুনছো। নামে কি আসে যায়! নিজের অনুভূতিকে ঠকিয়ো না। প্রাচীন পৃথিবীর মানুষ ভালোবাসতে পেরেছিলো তাহলে আমরা কেন পারবো না। একটাই তো জীবন। সারা জীবন ভালোবাসার প্রতীক্ষায় না থেকে আশপাশেই খুঁজে দেখো। কেউ না কেউ আছে তোমার প্রতীক্ষায়। যে তোমার হাত ধরাতেই জগতের সকল সুখ খুঁজে পায়। সব শেষে মিশরীয় এই যুগলের জন্য রেখে যাচ্ছি আমার শ্রদ্ধাঞ্জলী।

ফেসবুক মন্তব্যঃ
লেখাটি প্রথমে ফেসবুকে প্রকাশ করা হয়। অনেকেই মন্তব্য করেছেন। তাদের মন্তব্যগুলো কপি করে দেয়া হলো।

Mahin Almas

ek kothay osadaron..

শ্রাবণ আহমেদ

জীবনে একসাথে এবং মৃত্যুতে.......। কি প্রেম.....!!

Hossain Khan M

Thanks.etihas pocarar jonnw

বন্ধু বুনোফুল

শ্রদ্ধাঞ্জলি

Tita Nic

khiseeeeee ...ki suniiii..... aaato valobasha !!!!!

সেমি কোলন

valobasa k eto besi highlight koro na....je joto besi valobashbe, se toto besi pain e vugbe....i think!!

Tita Nic

apni 100% true kotha bolsen ...@sami kolon

Suvro Mohammad

সেমিকোলন , ভালোবাসায় যাদের খাদ থাকে তারা তো বাঁশ খাবেই। পজেটিভ ভাবতে শেখো। তুমি বললে সেক্সকেও হাইলাইট করতে পারি।

প্রিন্স্ ফারহান

sottei onek valo laghlo kotha gula smile emoticon

আঁধারের কাব্য

কেউ তো ভালোবাসে না।যারা ভালোবাসতে চায়,তাদের স্ট্যাটাসের সাথে মিলে না।মানে উপযুক্ত না তারা।কি যে হবে!গড নোওজ!!!!

Romeo Prantik

তুমি রয়ে যাবে হৃদয়ে মম ||

Ahmed Tuhin

হয়তো ভালবাসার রং এখনো দেখিনি,হয়তোবা চিনে নেওয়ার মত সুযোগ পাইনি

ব্যার্থ জীবন

খুজে দেখ ঐ দুর আকাশে খুজে দেখ এই ভাদ্র মাসে পাবে আমাকে ফুলের সুবাসে...

Sonno Raj

fast jake valobasar kotha bolci r sei amar dorbolatar sojoge amar chokher pani jhoriase.tai naira bel tola akbari jay.

Dhrubo Islam

ভাল লাগল

Antohin Moho

HMmm janar acche onek kichu...


-----------------------------------------------------------------