blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

পরিবার

আজকাল মতিঝিলের দিকে বেশ যাওয়া হয়। ওখানকার একটা রেস্টুরেন্টে গরুর শিক কাবাব খেতে জুড়ি নেই। কাবাবের লোভেই মূলত যাই। আর যাই আসিফের সাথে আড্ডা দেয়ার লোভে। আসিফ মজার মানুষ। আমাদের কমিউনিটির লোক। মজার মজার গল্পে মাতিয়ে রাখে পুরোটা সময়। মধ্যবয়সী সুদর্শন একজন...

পুত্র গর্ব

খুলনা পাবলিক কলেজের গেটে এসে নামলাম। মধ্যবয়সে এসে আরো একবার সেই কৈশরের অনুভূতি ফিরে এলো। কৈশরে এসেছিলাম বাবার হাত ধরে। আমি গ্রামের ছেলে। এসএসসি পরীক্ষা দিয়ে পাবলিকে এসে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাই। দারোয়ানকে পরিচয় দিতে  একাদশ শ্রেনীর ক্লাসে পাঠিয়ে...

চাপাবাজি

এ কথা সবাই স্বীকার করবেন যে চট্টগ্রামের লোক একটু বেশী চাপাবাজ। যদিও তারা বিছানায় চাপার বদলে চাপ খেতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু তাদের মুখের চাপাবাজির জন্য জগৎবিখ্যাত। চট্টগ্রামে আমার কয়েকটা ভালো বন্ধু আছে। ঈদের ছুটি কাটানোর জন্য ভাবলাম যাই চট্টগ্রাম...