blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!

আগ্রহ

দুই বন্ধু ফোনে কথা বলছে। খুব ভালো বন্ধু তারা। নিজেদের প্রায় সব কথা শেয়ার করে তারা। ফারহান ও শুভ। ফেসবুকে পরিচয় হলেও এখন তার ব্যাপ্তি পৌঁছে গেছে বাস্তব জীবনেও। ফারহান থাকে পুরান ঢাকায় আর শুভ মিরপুরে। ব্যস্ত কর্মজীবনে দেখা হয়না খুব একটা। তাই কথা যা হয়...